কলকাতার বাঙালির হাতে তৈরি হচ্ছে সস্তার করোনার কিট!

কিট তৈরি হবে কলকাতায়!হ্যাঁ করোনার কিট তৈরি হবে কলকাতায়। খরচ মাত্র ৫০০ টাকা। মাত্র দেড় ঘন্টায় জানা যাবে করোনা নেগেটিভ না পজিটিভ।

যে সংস্থাটি এই কিট তৈরি করবে, তারা হলো জিসিসি বায়োটেক ইন্ডিয়া। কিটের নাম দেওয়া হয়েছে ডায়াগশিওর এনসিওভি-১৯ ডিটেকশন অ্যাসে। সংস্থার কর্ণধার এক বাঙালি। নাম রাজা মজুমদার। তিনি জানান, বহুদিন থেকেই সস্তায় কিট তৈরিরি পরিকল্পনা করছিলেন। ২০০৯ সালে তাঁর সংস্থা জিসিসির পথ চলা শুরু। আর এই করোনার আবহাওয়ায় কিট তৈরিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন দুই অধ্যাপক বিজ্ঞানী সুমিত আঢ্য ও কৌস্তুভ পাণ্ডা। কিটকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এর ফলে বেশি দাম দিয়ে চিনের কিট কিনতে হবে না। যে কিটের দাম ভারতীয় মুদ্রায় পড়ে ১৪০০ টাকার বেশি!