কালবৈশাখীর দাপটে সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বুধবার ভোররাত থেকেই কলকাতা-সহ পাশ্ববর্তী জেলাগুলোতে বজ্রপাত-সহ ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৭১ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার জেরেই আগামী ১০ মে পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ডিগ্রির মত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি কম। আজ ভোর থেকে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪২.৬ মিমি।

Previous article‘আজকাল’ : কর্মীদের তীব্র ক্ষোভের মুখে সত্যম রায়চৌধুরীর কমিটি
Next articleধীমালদের পাশে বেসরকারি ব্যাঙ্কের কর্মীরা