ডিজিটাল কার্ড ছাড়াই মিলবে রেশন! লকডাউনেও ফের কল্পতরু মমতা

আপনার ডিজিটাল রেশন কার্ড নেই। অথচ, লকডাউননে খাদ্য সঙ্কটে ভুগছেন। কোনও চিন্তা নেই। লকডাউনেও কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে এই কঠিন সময়ে রেশন বন্টন নিয়ে বড়সড় পদক্ষেপ নিলো রাজ্য সরকার। এখন থেকে ডিজিটাল কার্ড নেই, এমন উপভোক্তাদেরও রেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্ৰীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল রেশন কার্ড নেই বা যাঁরা এখনও ডিজিটাল রেশন কার্ডের আবেদন করে উঠতে পারেননি, তাঁদের জন্যও রেশন বরাদ্দ করা হবে এই লকডাউন পর্বে।

কিন্তু ডিলাররা কীভাবে বুঝবেন? জানা যাচ্ছে, এই সকল গ্রাহকরা সরকারের কাছে আবেদন করলে তাঁদের জন্য বিশেষ কুপন বরাদ্দ করবে রাজ্য সরকার। এবং ডিলারের কাছে সেটা দেখালেই মিলবে রেশন।

অর্থাৎ, রেশন ব্যবস্থার জন্য গরিব মানুষ তো উপকৃত হচ্ছিলেন, এবার সাধারণ মধ্যবিত্তরা মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে উপকৃত হবেন।

Previous article২৩ অগাস্ট JEE জেইই অ্যাডভান্সড, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের
Next articleফের মমতাকে তোপ দাগলেন দিলীপ