ইংরেজি বলতে গিয়ে হিমশিম খেতেন! তিনিই  ইংরেজি শেখানো সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডার!

লকডাউনের প্রভাবে দেশ জুড়ে বন্ধ সব ধরনের খেলা । কোন পড়েছে ক্রিকেটেও ।সবার একটাই লক্ষ্য, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বেরিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরুক দেশ। ক্রিকেট নিয়ে বেশি চিন্তিত নন বলে জানালেন অজিঙ্ক রাহানে। তিনি জানিয়েছেন, এখন মানুষের স্বাস্থ্য আগে। ক্রিকেট ঠিক শুরু হয়ে যাবে। তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়া প্রয়োজন।
রাহানে এক সময় ইংরেজি বলতে গিয়ে হোঁচট খেতেন। অথচ এখন তিনিই ইংরেজি শেখানো সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডার।
ম্যান অফ দ্য ম্যাচ রাহানেকে এই জন্য পুরস্কার নিতে গিয়েও অপ্রস্তুত হতে দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও এই বিষয়ে তার অকপট স্বীকারোক্তি,
একটা সময় কাউন্টি ক্রিকেটে খেলা দলগুলোর নাম উচ্চারণ করতে পারতাম না। একদিন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিতে গিয়ে হর্ষ ভোগলের সামনে রীতিমতো অপ্রস্তুতে পড়ি। সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম , ভাল করে ইংরেজি শিখতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওই ম্যাচে তিনি ১০৪ বলে ৯১ রান করেছিলেন। ম্যাচটি জিতেছিল ভারতীয় দল।

এখনও পর্যন্ত ১১টি টেস্ট খেলে ৪২০৩ রান করেছেন রাহানে।

Previous articleদিল্লি প্রশাসনের নির্দেশ, করোনা-মুক্ত তবলিঘি জামাতের বিদেশি সদস্যদের তুলে দিতে হবে পুলিশের হাতে
Next articleএকটানা ৪দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস