বুকে ব্যথা। রবিবার রাতে এইমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন রাত ন’টার পর প্রাক্তন প্রধানমন্ত্রী অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গেই অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানাচ্ছে তিনি স্থিতিশীল রয়েছেন। প্রধানমন্ত্রী দফতর থেকে খবর নেওয়া হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও খবর নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের।



