ভারত-চিন সেনা সংঘর্ষ ঘিরে উত্তপ্ত উত্তর সিকিম সীমান্ত

করোনা আবহে সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ। শনিবার উত্তর সিকিমের নাকুলায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দেশের সেনারা। সংঘর্ষের জেরে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে স্থানীয় স্তরে ঝামেলা মিটে যায় বলে জানা গিয়েছে।

ভারতের সেনাবাহিনীর দুই আধিকারিক এই ঘটনা প্রকাশ্যে এনেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সেনা সংবাদমাধ্যমে জানান, মুগুথাং পেরিয়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে জড়িয়ে পড়েন প্রায় ১৫০ জওয়ান। ঘটনায় আহত হয়েছেন ৪ ভারতীয় এবং চিনের ৭ সেনা জওয়ান।

এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করলেও কোন সদুত্তর মেলেনি। তবে দুই দেশের জওয়ানদের এই সংঘর্ষ এই প্রথম নয়। ২০১৭-র অগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন জওয়ানরা। ডোকলামে টানা ৭৩ দিন ধরে দুই দেশের সেনা যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ই এই ঘটনা ঘটে।

Previous articleপুজো না হলেও তো বহু পরিবারে বিপদ, নামছে লেবুতলা পার্ক
Next articleলকডাউন ওঠার অপেক্ষা, মাধ্যমিকের ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি শুরু