অক্টোবর থেকে বন্ধ উহানের গবেষণাগার!

করোনা সংক্রমণের উৎস হিসাবে চিনকে বারবার কাঠগড়ায় তুলেছে আমেরিকা। উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নতুন রিপোর্ট বলছে অন্য তথ্য। গত অক্টোবর থেকে বন্ধ ছিল ওই গবেষণাগার।

এনবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, মার্কিন স্পাই এজেন্সি এই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেছে। সেই তথ্য রয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছেও। জানা গিয়েছে, ৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও সেলফোন ব্যবহার করা হয়নি। তবে গবেষণাগার আদৌ বন্ধ ছিল কি না সে সম্পর্কে স্পষ্ট প্রমাণ মেলেনি। মার্কিন গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছেন, সেলফোন ও স্যাটেলাইট ডেটা থেকে জানা যাচ্ছে, গবেষণাগার বন্ধ ছিল। তবে রিপোর্ট সম্পূর্ণ নয় তা উল্লেখ করেছেন আধিকারিকরা।

এদিকে করোনা সংক্রমণ ঘিরে উহান প্রদেশের সি ফুড মার্কেটের নাম উঠেছে বহুবার। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, “সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা যথেষ্ট। কিন্তু এই বিষয় আমাদের কাছে এখনও পরিষ্কার না।”

Previous article“দিদিকে বলো”র ম্যাজিক! টানা লোডশেডিং, ব্যর্থ মেয়র, এক ফোনেই চমকে দেওয়া ব্যবস্থা
Next articleপ্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক শুরু আর একটু পরেই