ট্রেন চলবে, ভাড়া কী হবে জানেন তো!

আজ বিকেল চারটে থেকে টিকিট বুকিং শুরু, কাল মঙ্গলবার থেকে চলবে ট্রেন, আংশিক। প্রশ্ন, এই ট্রেনের ভাড়া কত হতে পারে?

১. প্যাসেঞ্জার ট্রেনের সব ক’টি কামরাই বাতানুকূল হবে

২. ট্রেনের ভাড়ায় কোনও ছাড় পাওয়া যাবে না

৩. প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া প্রায় রাজধানী সমতুল হবে

৪. ট্রেনে কোনও আরএসি বা ওয়েটিং থাকবে না। সবই কনফার্ম টিকিট থাকবে

৫. যাদের কোনওরকমের করোনা উপসর্গ থাকবে, তাদের ট্রেনে উঠতে দেওয়া হবে না

৬. ট্রেনের মাঝের বার্থে সম্ভবত বুকিং নেওয়া হবে না

Previous articleমৃতদেহ সরানোর লোক নেই, মেডিক্যালের ওয়ার্ড থেকে মর্গে লাশ বইলেন মৃতের ভাই!
Next articleআর “নন স্টপ” নয়, পরিযায়ী শ্রমিকদের সুবিধায় ফের এক বড় ঘোষণা রেলের!