Saturday, August 23, 2025

‘আত্মনির্ভর-ভারত’-এর মানে বুঝতে কোটি মানুষ গুগলের দরজায়

Date:

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের নাম দিয়েছেন, ‘আত্মনির্ভর ভারত অভিযান’৷ পরাধীন ভারতের সেই “স্বদেশী আন্দোলন” ধাঁচে কিছু স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী ৷

‘সমস্যা’ বাড়ে তার পরেই !

এরপরেই গুগলে হিট-এর যে সংখ্যা জানা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, দেশবাসী এই তত্ত্ব ততখানি আত্মস্থ করতে পারেননি৷ বিশাল সংখ্যার ভারতীয়রা পুরোপুরি বুঝতেই পারেননি প্রধানমন্ত্রীর কথা।

প্রকৃত ‘আত্মনির্ভরতা’ বলতে ঠিক কী বোঝায়, তা জানতে এই অংশটি গুগলেরই শরণাপন্ন হন।

মোদির ভাষণের এক ঘণ্টার মধ্যেই গুগলে সারা দেশ থেকে ঝড়ের বেগে কয়েক কোটি সার্চ হয়েছে ‘আত্মনির্ভর’ শব্দটি। সংখ্যার বিচারে এই বিষয়ে সবচেয়ে বেশি গুগল সার্চ করেছেন কর্ণাটকের বাসিন্দারা। তার পরেই রয়েছেন মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দারা। শুধু গুগল নয়, অনেকে ট্যুইটারেরও শরণাপন্ন হয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা এমন সংকট কখনও দেখিনি, কখনও শুনিনি। আমাদের জন্য এই পরিস্থিতি অকল্পনীয়। কিন্তু কোনও অবস্থাতেই হারতে চায় না মানুষ। সতর্ক থেকেও আমাদের বাঁচতেও হবে আবার এগোতেও হবে। কিন্তু কী পথে? একটাই পথ। “আত্মনির্ভর ভারত” গড়ে তোলা।”

গোল পাকায় এই “আত্মনির্ভর ভারত” কথাটি৷ তার পরেই জোয়ার নামে গুগলে, এমনই বলছে এই সংস্থা৷

Related articles

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...
Exit mobile version