অমিত বললেন, প্যাকেজ আসলে ৪.২ লক্ষ কোটির!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বুধবারের ঘোষিত প্যাকেজকে ২০ লক্ষ কোটির প্যাকেজ বলতে রাজি নন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। অমিতের কথায় এটা আসলে পুরোপুরি ভাঁওতা। কেন বললেন এ কথা? অমিতের যুক্তি

১. ৬ এপ্রিল থেকে লিক্যুইডিটি বাড়ানোর জন্য অর্থাৎ যাতে ব্যাঙ্কগুলি টাকা ধার দিতে পারে তার জন্য একের পর এক চারবার ট্রান্সফার করেছে। যার মোট পরিমাণ ৮ লক্ষ কোটি টাকা। যেটা এই ২০লক্ষ কোটির মধ্যে লুকিয়ে রয়েছে।

২. কয়েক মাস আগে অর্থমন্ত্রী ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন। সেই প্যাকেজও এই ২০ লক্ষ কোটি প্যাকেজের মধ্যে রয়েছে।

৩. মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে ১০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দিতে। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা মতো ২০লক্ষ কোটি নয়, প্যাকেজ দিলেন আসলে ১০লক্ষ কোটি টাকার।

৪. এই টাকার মধ্যে ৪.২০ লক্ষ কোটি টাকা ধার বাবদ। অর্থাৎ মানুষকে ধার দিয়ে নগদ দেওয়া হবে। এই টাকাটা জিডিপির ২%। অর্থাৎ এটাই আসল প্যাকেজ।

Previous articleএকনজরে বাংলার করোনা আপডেট
Next articleকলকাতায় সরকারি বাস কোন রুটে চলবে দেখে নিন