ফের হামলা কাবুলে, শিশু সহ মৃত ৩৮

তালিবানরা আগেই হুঁশিয়ারি দিয়েছিল আফগান বাহিনীর হামলার জবাবে ধর্মঘট শুরু করলে তারাও লড়াই করবে।

সেই হুঁশিয়ারি বাস্তবে পরিণত হল। মঙ্গলবার কাবুলের একটি প্রসূতি হাসপাতালে হামলা চালায়। যার জেরে শিশু ও নার্স সহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ওই হামলায় নিকটবর্তী কবরস্থানে উপস্থিত ২৪ জন নিহত হয়েছেন।

রাষ্ট্রপতি আশরাফ গণি আফগান এই ঘটনায় তালিবান এবং ইসলামিক স্টেট উভয়কে কাঠগড়ায় তুলেছেন। গনি এর আগে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে। যেখানে বিশ্ব শান্তি এবং দেশগুলির মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছিল। এই চুক্তি সই হওয়ার পর থেকে তালিবানরা কাবুল ও অন্যান্য শহরে আক্রমণ চালায়নি।

Previous articleভারতে করোনায় মৃত্যু বেড়ে ২৫৪৯
Next articleনতুন করে ফের করোনা সংক্রমণ উহানে