নতুন করে ফের করোনা সংক্রমণ উহানে

কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনা। দাপট কমলেও উহান ফের সংক্রমণ শুরু হয়েছে। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী দশ দিনে ১ কোটি ১০ লক্ষ উহানবাসীর করোনা পরীক্ষা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এই পরীক্ষা কত দিনে, কীভাবে শেষ হবে তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ মেলেনি। দিন কয়েক আগেই শহরে ৬ জন আবার নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারি হিসাব অনুযায়ী গত ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত উহানে মৃত্যু হয়েছে ৩৮৬৯ জনের।
অন্যদিকে, উত্তর কোরিয়া সংলগ্ন জিলিন উপত্যকায় নতুন করে হচ্ছে সংক্রমণ। যার জেরে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের দশ দিনের মধ্যে নমুনা পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

Previous articleফের হামলা কাবুলে, শিশু সহ মৃত ৩৮
Next articleসব টাকা ফেরত দেব, মামলা তুলে নেওয়া হোক : বিজয় মালিয়া