শহরের শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য হাইড্রোক্সিক্লোরোকুইন বিলি করল কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার উদ্যোগে বড়বাজারের পোস্তা, ফলপট্টি, শিয়ালদহ মেছুয়া–‌সহ কলকাতার শ্রমিক, ফুটপাত ব্যবসায়ী এবং শ্রমিক কোয়ার্টারগুলির আবাসিকদের হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ খাওয়ানো শুরু করলো কলকাতা পুরসভা। আজ, বৃহস্পতি ও আগামীকাল শুক্রবার এই দু’‌দিন ওষুধ দেওয়া হবে।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের নির্দেশেই এমন কর্মসূচি নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম আগেই জানিয়ে ছিলেন, চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেই ওযুধ বিতরণ করা হবে। বড়বাজার এলাকায় প্রচুর শ্রমিক আছেন। তাঁদের স্বাস্থ্যের সুরক্ষার জন্যই এই উদ্যোগ বলেন জানান প্রাক্তন মেয়র।

Previous articleবেলেঘাটা আইডি দেখে অভিভূত, নোট লিখে জানাল কেন্দ্রীয় প্রতিনিধি দল
Next articleসীতারামনের সম্ভাব্য ঘোষণা