ছাত্রদের ফোন ও ২০০ টাকা: অভিনব প্রস্তাব সমিত রায়ের বৈঠকে

শতাধিক স্কুলের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন রাইস কর্ণধার ও অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়।

বৈঠক থেকে সমীক্ষার মত একটি পর্যবেক্ষণ উঠে এসেছে।
তা হল করোনা বিধ্বস্ত বিশ্বে পঠনপাঠন পদ্ধতি বদলাবে।
এখন সরকার যেমন সাইকেল বা বই ইত্যাদি দেয় ছাত্রছাত্রীদের, তেমন একটি করে স্মার্ট ফোন ও নেটের জন্য ২০০ টাকা করে দেওয়া হোক। যাতে পড়ুয়ারা অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়। অন্তত নবম, দশম শ্রেণী থেকে এই কাজটা শুরু করা যেতে পারে আবেদনের ভিত্তিতে।

জানা গেছে বৈঠকে দেখা গেছে, পঞ্চাশের বেশি বয়সী প্রধানশিক্ষকরা মূলত মনে করছেন এখন অনলাইন শিক্ষায় ৫০% ঘাটতি আছে। আবার তরুণতররা মনে করছেন ১৫% ঘাটতি। বোঝা যাচ্ছে, একটু পরিকাঠামোগত সমর্থন দিলে এই ঘাটতি পূরণ করা সম্ভব। কারণ সামনে যে দিন আসছে, তাতে এটা জরুরি।

সমিতবাবু নিজের অ্যাডামাস স্কুলে অনলাইন সব চালু করে দিয়েছেন। এমনকি ছোটদের প্রার্থনাও বাড়ি থেকে হচ্ছে। স্নান করে ইউনিফর্ম পরার অভ্যেস বজায় রেখেই অনলাইন ক্লাসে বসতে হচ্ছে।

সামনের দিনগুলোতে সব পড়ুয়াদেরই অনলাইন সিস্টেমে বা ডিজিটাল সিস্টেমে জোর দিতে হবে। সমিতবাবু এই লক্ষ্যে সমস্তরকম সমীক্ষা ও কর্মসূচি শুরু করছেন।

Previous articleছত্তিশগড় থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার অনুমতি চেয়ে রাজ্যকে চিঠি সোমেন মিত্রের
Next articleসেনাবাহিনীতে যোগ দিতে চান! চালু হচ্ছে, ‘টুর অফ ডিউটি’ নামে ইন্টার্নশিপ