করোনা পরীক্ষার পরে নিখরচায় ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাল বাংলা

১১টি সরকারি বাসে ২২৫ জন পরিযায়ী শ্রমিক পাড়ি দিলেন বিহার ও ঝাড়খন্ডে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যশাইকাটি ও তারাগুনিয়ার বেশ কয়েকটি ইটভাটার প্রায় ২২৫ জন পরিযায়ী শ্রমিককে মেডিক্যাল চেকআপ করে শুক্রবার সকালেই রওনা করিয়ে দেওয়া হয়। শারীরিক তাপমাত্রা মাপেন চিকিৎসক অনিলচন্দ্র দাস সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। বিডিও ত্রিভূবন নাথ বলেন, “রাজ্য প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয় যাতে ভিন রাজ্য থেকে আসা এ রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা কোনভাবে হতাশাগ্রস্ত বা দুর্ঘটনার মধ্যে না পড়েন। সরকারি নির্দেশ পাওয়া মাত্রই উদ্যোগ নিয়েছি “। আগামী দিনের যাতে এরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা সুস্থভাবে তাঁদের রাজ্যে ফিরে যেতে পারেন তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, তাঁদেরকে বাসে করে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। সম্পূর্ণ বিনা খরচায় তাদের রাজ্যে ফিরিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার।

বাড়ি গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে।
ইটভাটার মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের খাওয়ানো হয়। ভাত, ডাল, সবজি, মাছ ও অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয় যাতে রাস্তায় কোন সমস্যা না পড়েন। তারপর তাঁদের এগারোটি সরকারি বাসে তুলে দেন প্রশাসনের কর্তারা। ভাটা শ্রমিক লক্ষ্মী দোলুইরা বলেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তে থেকে পায়ে হেঁটে পরিযয়ী শ্রমিকরা তাঁদের রাজ্যে ফিরছেন। এমনকী মৃত্যুর ঘটনা ঘটছে। সেখানে বাংলায় এক উল্টো দৃশ্য দেখা গেল। এই পরিষেবা পেয়ে রীতিমতো খুশি শ্রমিক থেকে শ্রমিক পরিবার ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকে।

Previous articleশহরের রেশন দোকানগুলিতে সারপ্রাইজ ভিজিট খাদ্যমন্ত্রীর
Next articleকরোনার জের: দেশের সংস্থার থেকে ৮৩টি তেজস কিনছে বায়ুসেনা