Monday, August 25, 2025

রাজ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ কলকাতাতেও জোনের সংখ্যা বেড়েছে।

কন্টেইনমেন্ট জোনে এবার ঢুকেছে আরও একটি জেলা, উত্তর দিনাজপুর। এতদিন পর্যন্ত রাজ্যে ১৩টি জেলার গণ্ডিতে ছিল কন্টেইনমেন্ট জোন। এবার তা বেড়ে হল ১৪।
অন্যদিকে, কলকাতার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল। ১০ মে ছিল ৩২৬, এদিন তা বেড়ে হল ৩৩৯। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। আগে যা ছিল ৯২, এদিন তা বেড়ে দাঁড়াল ১০৯-এ। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদহ, হাওড়া ও হুগলিতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা যা ছিল, তাই রয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩০, পূর্ব মেদিনীপুরে ৩, মালদহে ৩, হাওড়ায় ৭৬, হুগলিতে ২৩। নদীয়ায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল একটি, তা বেড়ে হল ২, পশ্চিম মেদিনীপুরে ছিল ৫, সেখানেও একটি বেড়েছে। পূর্ব বর্ধমান ১, জলপাইগুড়ি ১, দার্জিলিং ২ এবং কালিম্পংয়ে ২টি কন্টেইনমেন্ট জোন রয়েছে।

করোনার জেরে উত্তর দিনাজপুরে নতুন করে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হল ৩টি।

রাজ্যে এই মুহুর্তে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৬০০টি, আগে ছিল ৫৭৯টি। অনুমান, পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার পর বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ ওদিকে নবান্ন সূত্রের খবর, নিজেদের জেলার পরিস্থিতি বুঝে, কোথায় কন্টেইনমেন্ট জোন হবে, তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জেলাশাসককে দেওয়া হয়েছে৷

Related articles

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...
Exit mobile version