করোনা-সংক্রমণ, প্রথম ১০ রাজ্য

প্রতীকী ছবি।

◾মহারাষ্ট্র :

করোনা আক্রান্তের তালিকার শীর্ষে এখনও মহারাষ্ট্রই। এরাজ্যে আক্রান্তের সংখ্যা ২৭,৫২৪। মৃত্যু হয়েছে ১,০১৯ জনের৷ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ৬,০৫৯ জন। মুম্বইয়ে আক্রান্ত ১৬,৭৩৮ ও মৃত ৬২১ জন৷

◾তামিলনাড়ু:
এ রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯,৬৭৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২,২৪০ জন রোগী। মৃত্যু হয়েছে ৬৬ জনের। এ রাজ্যের মধ্যে চেন্নাইয়েই আক্রান্ত হয়েছেন ৫,৬২৫ জন এবং মৃত ৪৫ ।

◾গুজরাত
মোট আক্রান্ত ৯, ৫৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩,৭৫৩ জন রোগী। মৃত্যু হয়েছে ৫৮৬ জনের। আহমেদাবাদেই আক্রান্ত ৬,৯১০, মৃত্যু ৪৬৫ জনের৷

◾দিল্লি
এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৪১০ জন। মৃত্যু হয়েছে ১১৫ জনের। সুস্থ হয়েছেন ৩,০৪৫ জন রোগী। রাজধানীর এক এলাকায় আক্রান্ত ৭,৬৮২, মৃত ১১৪৷

◾রাজস্থান
মোট আক্রান্ত ৪, ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ১২৫ জনের। এখানে সুস্থ হয়েছেন ২,৫৮০ জন রোগী। জয়পুরে আক্রান্ত আক্রান্ত ১,৩৬২ ও মৃত্যু ৬৩৷

◾মধ্যপ্রদেশ
মোট আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৪, ৪২৬। ২৩৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ২, ১৭১ জন রোগী। এ রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইন্দোরে ,আক্রান্ত ২,২৩৮ ও মৃত্যু ৯৬।

◾উত্তরপ্রদেশ
এরাজ্যে মোট আক্রান্ত ৩, ৯০২ জন। সুস্থ হয়েছেন ২,০৭২ জন। মারা গিয়েছেন ৮৮ জন। উত্তরপ্রদেশে আগ্রায় আক্রান্ত ৭৮৫ ও মৃত্যু ২৪ জনের৷

◾অন্ধ্রপ্রদেশ
মোট আক্রান্ত ২,২০৫ জন। ১, ১৯২ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ রাজ্যের কুর্ণুলে আক্রান্ত হয়েছেন ৫৯১ ও মৃত ১৮ জন৷

◾পাঞ্জাব
মোট আক্রান্তের সংখ্যা
১,৯৩৫। সুস্থ হয়েছেন ২২৩ জন। মারা গিয়েছেন ৩২ জন৷ অমৃতসরেই আক্রান্ত ২৯৮ ও মৃত ৪ সর্বাধিক।

◾তেলেঙ্গানা
এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১, ৪১৪ জন। ৯৫০ জন রোগী সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। হায়দরাবাদেই আক্রান্ত ৮৬৭, মৃত ২৩ জন৷

Previous articleপরিকাঠামো থাকলে সম্ভব, করে দেখাল রাজ্য
Next articleরাজ্যে, কলকাতায় কন্টেইনমেন্ট জোন বৃদ্ধি পেয়েছে