‘মাউথ ওয়াশ’ মেরে ফেলতে পারে করোনাকে, দাবি বিশেষজ্ঞদের

নভেল করোনাভাইরাস গোটা বিশ্বে অতিমারির রূপ ধারণ করেছে। আবিষ্কার হয়নি এখনও কোনও প্রতিষেধক। তবে বিজ্ঞানীরা থেমে নেই। একের পর এক ভ্যাকসিন তৈরি করতে মরিয়া বিশেষজ্ঞরা।

এবার বিশেষজ্ঞদের রিপোর্টে ‘মাউথ ওয়াশ’। জানা যাচ্ছে, ‘মাউথ ওয়াশ’ মেরে ফেলতে পারে করোনাভাইরাসকে। বিজ্ঞানীরা জানিয়েছিলেন করোনাভাইরাসের চারপাশে থাকে একটা মোটা আস্তরন। যা কিছু কিছু কেমিক্যালের সাহায্যে ভাঙা সম্ভব। আর তাই রয়েছে ‘মাউথ ওয়াশ’এর মধ্যে। যদিও আনুষ্ঠানিক ভাবে এরকম কোনও গবেষণার ফল জানানো হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মাউথ ওয়াশে করোনাভাইরাস নষ্ট হয়ে যায়, এমন কোনও প্রমাণ নেই। তবে গবেষকরা চাইছেন, দ্রুত এই বিষয়টা যাচাই করে দেখা হোক যে মাউথ ওয়াশে জীবাণু সত্যিই নষ্ট হয় কিনা। তবে তাঁরা এও জানিয়েছেন, বাজারে চলতি যেসব মাউথ ওয়াশ আছে, তাতে করোনা নষ্ট করা সম্ভব নয়। কিন্তু পরবর্তীকালে গবেষণা করে মাউথ ওয়াশের ব্যবহার করা সম্ভব হতে পারে।

Previous articleলকডাউন তুললে পরিস্থিতি হবে ভয়াবহ, মানতে নারাজ ট্রাম্প
Next articleউত্তরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ