উত্তরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

করোনার জেরে স্থগিত হয়েছে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা। যেসব পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে তার খাতা মূল্যায়ন করে ফেলতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে খাতা দেখার জন্য সময় বেঁধে দিয়েছে সংসদ। খাতা দেখার জন্য বরাদ্দ করা হয়েছে ১০ থেকে ১২ দিন।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রধান পরীক্ষক ও মূল্যায়নকারীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান পরীক্ষকের বাড়িতে উত্তরপত্র পৌঁছে দেওয়ার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলে সংসদ সূত্রে খবর। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, স্থগিত হওয়া পরীক্ষা হবে জুন মাসে। সাধারণত মে মাসের শেষে অথবা জুন মাসের প্রথমে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু এবছর তা কোনও ভাবেই সম্ভব নয়। কিন্তু তারমধ্যে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে চাইছে সংসদ।

Previous article‘মাউথ ওয়াশ’ মেরে ফেলতে পারে করোনাকে, দাবি বিশেষজ্ঞদের
Next articleট্রেন রাজনীতি : দিলীপ বললেন ট্যুইট আর ট্যুইস্ট করছে রাজ্য সরকার