Sunday, November 9, 2025

তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

হুগলির তেলেনিপাড়া গোলমাল নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

দিন কয়েক আগে হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় দু’পক্ষের গোলমাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালায় পুলিশ। শুক্রবার হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সুতপা মাইতি নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেন। কমিশনারেটের ডিসি সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, তেলেনিপাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য পোস্ট করেন ওই মহিলা। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়েছেন অভিযুক্ত। সেই পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

ওই পোস্টে রাজ্যের এক মন্ত্রী এবং এক পুলিশকর্তার নামেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্য ‘শেয়ার’ করায় আরও ১৭ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতারণার অভিযোগে ২০১৮ সালের মে মাসে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। ধৃতকে চুঁচুড়া আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে এক দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। যদিও নিজের পক্ষেই সওয়াল করেছেন ওই মহিলা। তাঁর বক্তব্য, “আমার ছবিকে ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে ষড়যন্ত্র করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই কাজ করে কেউ আমাকে বিপদের মুখে ফেলছে।”

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...