করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৮৭২

আজ, রবিবার ১৭ মে রাত ১২ টায় শেষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ঘোষিত লকডাউন-৩। এর মধ্যেই অবশ্য বেশকিছু রাজ্য ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে। কিন্তু এতো বিধি-নিষেধ সত্বেও করোনার গ্রাস থেকে মুক্তি পাচ্ছে না দেশ। আক্রান্তর বিচারে ইতিমধ্যেই চীনকে টপকে গিয়েছে ভারত। যা নিয়ে নতুন করে উৎকন্ঠা তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এরফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৮৭২। সব মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৯২৭। তবে এ পর্যন্ত মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আজ, রবিবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

Previous articleপেনশনের ক্ষেত্রে সব ব্যাঙ্কে একই নিয়ম, সিদ্ধান্ত কর্মীবর্গ মন্ত্রকের
Next articleআমফানে ৭জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা