কোভিড পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রের চিত্র বদলে দিয়েছে

করোনা মোকাবিলায় সাতটা বাজে পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই স্বাস্থ্য বিষয়টি। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, করোনা মোকাবিলায় ১৫হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পিপিই তৈরি হয়েছে। দেশে ৩০০-র বেশি পিপিই তৈরি সংস্থা হয়েছে। ইতিমধ্যে ৫১লক্ষ পিপিই কিট সরবরাহ করা হয়েছে। দৈনিক ৩ লক্ষর বেশি মাস্ক দেশে তৈরি হচ্ছে। এছাড়া ১১কোটির বেশি হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি হয়েছে।