পড়ুয়াদের অনলাইন পড়াশুনোর সুবিধার দিকে বিশেষ নজর

‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজে পঞ্চম তথা শেষ দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা :

পড়ুয়াদের অনলাইন পড়াশুনোর সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে৷ তার ব্যবস্থাও করা হয়েছে৷ DTH পরিষেবার মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে৷ বেসরকারি পরিষেবা প্রদানকারীদের এই কাজে
ব্যবহার করা হবে৷ ‘স্বয়ংপ্রভা’ চ্যানেলের মাধ্যমে শিক্ষাদানের কাজ চলছে৷ আরও ১২ চ্যানেল চালু হবে৷ ই-পাঠশালায় ৩৪ হাজার বই যুক্ত করা হয়েছে৷

Previous articleসামাজিক দূরত্ব বজায় রেখেই ‘আমফান’ মোকাবিলায় তৎপর প্রশাসন
Next articleকোভিড পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রের চিত্র বদলে দিয়েছে