LIVE : প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের ব্যাখ্যায় শেষদিনে সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন

  • আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে
  • গরিবদের করুণা করা হচ্ছে না
  • দরিদ্রদের সাহায্য করা রাষ্ট্রের কর্তব্য
  • গরিবদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যশস্য
  • প্রধানমন্ত্রী বলেছেন, “জান হ্যায় তো জাহান হ্যায়”
  • জন-ধন প্রকল্পের অধীন কুড়ি কোটি লোকের অ্যাকাউন্টে টাকা
  • উজ্জ্বলা প্রকল্প বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে
  • কৃষকদের অ্যাকাউন্টের সরাসরি নগদ পৌঁছে যাচ্ছে
  • পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে
  • টিকিটের মূল্য ৮৫% দিচ্ছে কেন্দ্র, ১৫ শতাংশ রাজ্য
  • ট্রেনে তাঁদের বিনামূল্যে খাদ্য, পানীয় দেওয়া হচ্ছে
  • শ্রমিকদের আবাসন প্রকল্পে ৩৫৯০ কোটি টাকা বরাদ্দ
  • আজ কোটি কৃষকের জন্য যোজনা
  • আজ কোটি কৃষকের জন্য যোজনা
  • ৬.৮১ কোটি ঘরে উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে গ্যাস
  • তিন মাসে তিনটি সিলিন্ডার দেওয়া হবে
  • করোনা পরিস্থিতিতে ব্যবসার ক্ষতি না হয় সেদিকে নজর দিয়েছে কেন্দ্র
  • পড়ুয়ারা যাতে অনলাইনে লেখাপড়া করতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে
  • মহামারি আইন অত্যন্ত পুরনো, তাতে সংশোধন করা হচ্ছে
  • করোনা পরিস্থিতি মোকাবিলায় সাত দফা পদক্ষেপ করেছে কেন্দ্র
  • স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে দেশেই তৈরি হচ্ছে পিপিই কিট
  • ৫১ লক্ষ পিপিই কিট সরবরাহ করা হয়েছে
  • ৩০০ বেশি ইউনিট রয়েছে পিপিই তৈরি করার
  • স্বয়ংপ্রভা প্রকল্পে বারোটি চ্যানেলে পড়ুয়াদের লেখাপড়া
  • দেশে প্রচুর পরিমাণ মাস্ক তৈরি হচ্ছে
  • ‘আরোগ্য সেতু’ অ্যাপে উপকৃত হয়েছেন দেশবাসী
  • দৈনিক পাঁচ লাখেরও বেশি মাস্ক তৈরি হচ্ছে দেশে
  • ই-পাঠশালায় ৩৪০০০ বই যুক্ত করা হয়েছে
  • করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ
  •  ৪ হাজার ১১৩ কোটি টাকা রাজ্যগুলিকে
  • ব্লক পর্যায়ে পাবলিক হেলথ ল্যাব তৈরির নির্দেশ
  • স্বাস্থ্য ক্ষেত্রে বাড়তি বরাদ্দ করা হবে
  • জেলা হাসপাতালগুলিতেও সংক্রামক ব্যাধির চিকিৎসার জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে
  • আরও নতুন হাসপাতাল তৈরিতে জোর
  • ১০০ দিনের কাজে বাড়তি বরাদ্দ
  • পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ
  • মনরেগায় অতিরিক্ত ৪০ হাজার কোটি বরাদ্দ
  • বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনলাইন শিক্ষা
  • প্রত্যেক ক্লাসের জন্য ডিটিএইচ চ্যানেল লেখাপড়া
  • ওয়ান নেশন, ওয়ান ডিজিটাল প্ল্যাটফর্ম
  • ১০০ বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস
  • দেশে অনলাইন শিক্ষায় অতিরিক্ত জোর
  • অনলাইন শিক্ষায় রেডিও ব্রডকাস্টের ব্যবহার
  • তৈরি হবে নতুন ৩০০ কোটি কর্মদিবস
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেউলিয়া ঘোষণা সময়সীমা বৃদ্ধি
  • ব্যবসায়ীদের জন্য লকডাউন পরিস্থিতির প্রেক্ষিতে বিশেষ সুবিধা
  • এমএসএমই-র ক্ষেত্রে অতিরিক্ত ছাড়
  • কর্পোরেট আইনে বড়োসড়ো সংশোধন
  • একাধিক ধারায় সংশোধন
  • ছোটখাটো ত্রুটি অপরাধ হিসেবে গণ্য হবে না
  •  কথায় কথায় আদালতে যেতে হবে না
  • সালিশির মাধ্যমে ব্যবসায়ীর সমস্যার সমাধানের উদ্যোগ
  •  এ বিষয়ে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র
  • রাজ্য ১৪ দিনের জায়গায় ২১ দিন ওভারড্রাফটের সুবিধা পাবে
  • ৪৬ হাজার কোটি টাকা দেওয়া হবে রাজ্যগুলিকে
  • করোনা পরিস্থিতিতে রাজ্যগুলির নগদ কমে যাওয়ার কারণেই সিদ্ধান্ত
  • রাজ্যের ঘাটতি মেটাতে ১২৩৯০ কোটি টাকা বরাদ্দ
  • রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতা বৃদ্ধি
  • রাজ্যগুলির ৫% ঋণ নেওয়ার ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত
  • এর ফলে রাজ্যগুলি বাজার থেকে ৪.২৮ কোটি টাকা অতিরিক্ত ঋণ নিতে পারবে
  • জিএসডিপি-র নিরিখে ৩ শতাংশ জায়গায় ৫ শতাংশ ঋণ নিতে পারবে রাজ্যগুলি
  •  রাজ্যের রাজস্ব আদায়ে ঘাটতি মেটাতে এই ঋণ নেওয়ার অনুমতি
  • কেন্দ্রীয় হারে সংস্কার রাজ্যগুলিতেও
  • সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণে সায়
  •  স্ট্র্যাটেজিক সেক্টর-এর তালিকা তৈরি করে, সেই অনুযায়ী বেসরকারিকরণ
  •  ৪টি সংস্থার বেশি সংযুক্তিকরণ নয়
  •  কেন্দ্রীয় হারে সংস্কার আনলে কত সুবিধে
  • ৩.৫% বিনা শর্তে ঋণ, ১.৫% শর্তসাপেক্ষ

শর্তগুলি হল :
1. দেশ এক, রেশন কার্ড চালু

2. জেলায় বাণিজ্য-বান্ধব পরিবেশ

3. বিদ্যুৎ বন্টনে সংস্কার

4. পুরপ্রশাসনের সংস্কার

Previous articleতৃতীয় দফার লকডাউনের শেষ দিনে রেকর্ড সংক্রমণ
Next articleদরিদ্রদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের কর্তব্য