ফের পথে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু

প্রতীকী ছবি

মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে ফিরছিল পরিযায়ী শ্রমিকদের একটি দল। পথেই প্রাণ গেলো ৪ জনের। রবিবার মধ্যপ্রদেশের বারওয়ানিতে ট্রাকের চাকায় পিষ্ট হন ওই চার পরিযায়ী শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরার ব্যবস্থা করেছে কেন্দ্র। বিশেষ রেল পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তাতে আদৌ কমেনি। বাড়ি ফেরার পথে ফের শ্রমিকদের মৃত্যু স্পষ্ট করল পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি কেন্দ্র। লাগাতার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।