বেসরকারি হাসপাতালগুলোতে করোনা চিকিৎসা যথাযথভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে চারটি কমিটি তৈরি করে দিল রাজ্য সরকার। এই কমিটি নিয়মিতভাবে হাসপাতালগুলি পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে এবং রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট দেবে। বেশ কিছু বেসরকারি হাসপাতালের চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছিল বেশ কিছুদিন ধরে। সেখানে পরিকাঠামো ও পদ্ধতি নিয়েও অভিযোগ ওঠে। এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার।
