লকডাউন: নেই মূর্তির বরাত, অভাব-সঙ্গী হুগলির মৃৎশিল্পীদের

করোনার প্রকোপ থেকে বাঁচতে দেশ জুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। করোনা পরোক্ষে থাবা বসিয়েছে রুটি-রুজিতে। হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ত্রিবেণী এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন বেশ কয়েকজন মৃৎশিল্পী। সারা বছর তাঁরা মাটিকে বিভিন্ন আকার দিয়ে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন বিভিন্ন মূর্তি। লকডাউনের জেরে অধিকাংশ পুজোর বরাত মেলেনি।

অন্যান্য বছর সিদ্ধিদাতা গণেশের মৃর্তি তৈরি থেকে বছর শুরু হয় তাঁদের। এবছর জৌষ্ঠ মাস এলেও কোনো মূর্তির বরাত নেই। ফলে চরম দূর্দিনের মধ্যে দিন কাটাতে হচ্ছে পরিবারগুলির। করোনার প্রকোপে এই বছর দুর্গাপুজোয় ক্লাবে থিমের হবে কি না সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা। ঘরোয়া বেশ কিছু ছোট পুজো হলেও বড়ো বড়ো ক্লাবের থিমের পুজো না হলে কয়েক লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ত্রিবেণীর মৃৎশিল্পীরা।

Previous article‘সুপার সাইক্লোন’ আমফান ধেয়ে আসছে, কী কী সর্তকতা জারি রাজ্যের তরফে, জেনে নিন
Next articleজেলায় পোস্টিং-এর দাবিতে বিক্ষোভ পুলিশকর্মীদের পরিবারের