দেশবাসীর পরামর্শ চাইলেন মোদি, চালু হল টোল ফ্রি নম্বর

লকডাউনের চতুর্থ পর্যায় বহাল থাকবে ৩১ মে পর্যন্ত৷ আর সেদিনই ‘মন কী বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷

তার আগে ৩১ মে-র মন কি বাতের জন্য দেশবাসীর কাছ থেকেই বিভিন্ন বিষয়ে প্রস্তাব চেয়েছেন তিনি। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই৷ খোলা হয়েছে টোল ফ্রি নম্বরও। সূত্রের খবর, ১৮০০-১১-৭৮০০ তে ফোন করে সাধারণ মানুষ দেশের এই সঙ্কটকালীন পরিস্থিতিতে নিজের পরামর্শ পৌঁছে দিতে পারবেন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে। নমো অ্যাপের মাধ্যমে পরামর্শ দেওয়ার সুবিধা থাকছে বলেও খবর।

Previous articleজেলায় পোস্টিং-এর দাবিতে বিক্ষোভ পুলিশকর্মীদের পরিবারের
Next article‘আত্মনির্ভর ভারত’-র প্রচারে ‘জয়তু জয়তু ভারতম’, টুইটারে শেয়ার করলেন লতা মঙ্গেশকর