করোনা নিয়ে নাম না করে ট্রাম্পকে কটাক্ষ ওবামার

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা প্রেসিডেন্টের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন বারাক ওবামা। গত শনিবার করোনাভাইরাস মোকাবিলা নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা বক্তৃতা দিয়েছেন। যা শুনে মুগ্ধ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রবাসী।

করোনার রুখতে আমেরিকার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেছেন বারাক ওবামা। একটি অনলাইন ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মহামারি বুঝিয়ে দিল রাষ্ট্রের দায়িত্বে থাকা অনেকেই জানেন না এই অবস্থায় কী করা উচিত। সবথেকে বড় সমস্যা হলো অনেকে বুঝতে চাইছেন না যে তাঁরা একটা বড় দায়িত্বে আছেন।” প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না-করে আমেরিকার করোনা পরিস্থিতিকে ‘দায়িত্বজ্ঞাহীনতায় তৈরি হওয়া বিপর্যয়’ আখ্যা দেন৷

মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই জনপ্রিয় বারাক ওবামা। শনিবারের এই বক্তৃতার পর, তাঁর ফিরে আসার জোরালো দাবি উঠেছে। বছর শেষে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ করোনা বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে প্রাক্তন প্রেসিডেন্ট ফিরে আসুন।

Previous articleউপকূলে আছড়ে পড়ার সময়ে শক্তি ক্ষয় হবে আমফানের
Next articleবুধবার সকাল থেকেই সতর্ক থাকুক মহানগর: সঞ্জীব বন্দ্যোপাধ্যায়