প্রবল সতর্কতা জারি হলদিয়া বন্দরে, শুরু একের পর এক জাহাজ বাঁধার কাজ

সুপার সাইক্লোন আমফান নিয়ে চরম সতর্কতা জারি করা হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরে। আজ, মঙ্গলবার সন্ধ্যা থেকেই বন্ধ করা হলো বন্দরের যাবতীয় অপারেশন ও কার্গো হ্যান্ডেলিং। ইতিমধ্যেই বন্দরের দাঁড়িয়ে থাকা জাহাজগুলিকে ভালো করে বেঁধে রাখা হচ্ছে। দাহ্য তরল বা বস্তু বহনকারী জাহাজকে তিনটি অয়েল জেটি থেকে সরিয়ে ফেলা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে বন্দরের ডকে বেঁধে রাখা হয়েছে।

অন্যদিকে, হলদিয়া বন্দর এলাকার কারখানা পরিদর্শকের পক্ষ থেকে বড় দুর্ঘটনা এড়াতে রাসায়নিক কারখানাগুলিকে পাইপলাইন আপৎকালীন তৎপরতায় তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে।

পাশাপাশি, হলদিয়া পুরসভার পক্ষ থেকে এদিন দুপুর থেকেই থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে।

Previous articleগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১৩৬, মোট মৃত্যু ১৭৮
Next article১৬ বছর ধরে অনাদরে পড়েছিল এই নাম!