Thursday, December 18, 2025

সুপার সাইক্লোন : তৈরি হচ্ছে শহরের প্রশাসন

Date:

Share post:

সুপার সাইক্লোনের গাস্টিং বা ঝাপটা থেকে রেহাই মিলবে না কলকাতারও।

এটা জানার পরই তৈরি হচ্ছে শহরের প্রশাসন৷

🔴 কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বৈঠক করেছেন সেচ দফতর ও কলকাতা পুলিশের সঙ্গে৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে :

◾চলতি সপ্তাহে পুর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে৷

◾ঝড়বৃষ্টির সময়ে রাস্তার গালিপিট যাতে আটকে না যায়, সে দিকেও নজর রাখা হবে।

◾ঝড়ে বড় গাছ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারনেই গাছ কাটার যন্ত্র নিয়ে তৈরি থাকতে বলা হয়েছে পুরকর্মীদের।

◾শহর জুড়ে যে সব বড় হোর্ডিং আছে, দ্রুত সেগুলিকে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ কাজও শুরু হয়েছে৷

◾ গঙ্গার জলস্তর এখন অনেকটাই নীচে। প্রবল বৃষ্টির আশঙ্কায় ২৪ঘন্টা গঙ্গার সঙ্গে যুক্ত লকগেটগুলি খুলে রাখতে বলা হয়েছে সেচ দফতরকে।

◾এর ফলে জমা জল দ্রুত বেরিয়ে যেতে পারবে৷

🔴 কলকাতার সবক’টি থানার ওসিদের সঙ্গে বৈঠক করেছেন নগরপাল অনুজ শর্মা৷ ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে :

◾সুপার সাইক্লোন সামলাতে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি।

◾সব ক’টি জোনে এই টিমকে ভাগ করে দেওয়া হয়েছে৷

◾জীর্ণ বাড়ি ভেঙে যাতে কোনও অঘটন না ঘটে, সেজন্য ওই ধরনের বাড়ি এবং সেখানকার আবাসিকদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে প্রতিটি থানাকে।

◾ দুর্ঘটনা এড়াতে নির্মীয়মাণ বিভিন্ন বহুতলের ছাদ থেকে ক্রেন বা ভারী যন্ত্রপাতি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷

◾পুরনো বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি, কিংবা মোবাইল টাওয়ার উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
গাছ বা খুঁটি উপড়ে পড়লে দ্রুত তা কেটে সরিয়ে ফেলার জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থাকবে।

◾প্রবল বৃষ্টির কারণে জল জমতে পারে৷ পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে সেই জল পাম্প করে বের করা হবে।

◾কেউ জলে আটকে পড়লে উদ্ধার করার দিকেও নজর রাখবে পুলিশ।

🔴 আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন,

◾বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে কলকাতায়।

◾প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে শহরের বিভিন্ন অংশে।

◾ঝড়ের সময়ে বাড়ির বাইরে না থাকার জন্য শহরবাসীদের পরামর্শ দিয়েছে আবহওয়া দফতর।

◾দোকান-বাজার বন্ধ রাখতে বলা হয়েছে।

spot_img

Related articles

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...