মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মরার ওপর খাঁড়ার ঘায়ের মত আসছে ঘূর্ণিঝড় আমফান। এটা ভয়ঙ্কর হবে বলে শুনছি। অনেকে বলছেন আয়লার থেকেও এটি ভয়ঙ্কর হবে। আজ ও কাল বৃষ্টি হবে। এটা কিন্তু থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। এই ঝড়ের তিনটি ভাগ রয়েছে হেড আই ও টেল। প্রথমে কাল সাগর বেলায় আছড়ে পড়বে তারপর কাল মধ্যরাত পর্যন্ত দুর্যোগ চলবে। এখনও পর্যন্ত যেখানে অরেঞ্জ জোন দেখাচ্ছে সেটা আগামীকাল রেড জোন হয়ে যাবে। এটা কোভিডের নয়, ঘূর্ণিঝড়ের রেড জোন হবে। প্রথমে হেড এবং আয়োজনে আই জোন। কিন্তু টেল অর্থাৎ যাওয়ার সময় ঝড় যে দাপট দেখায় তাতে সব লন্ডভন্ড হয়ে যায়। তাই পরশুদিন পর্যন্ত কেউ ঘরের বাইরে বের হবেন না এটা অনুরোধ।
