পুলিশই আমাকে টাকা দিল! ভাবা যায়?

কামনাশিস সমাদ্দার

আজ বাইক নিয়ে অফিসের কাজে ব্যান্ডেল যাচ্ছিলাম। দক্ষিনেশ্বর ব্রীজের পরে ট্রাফিক সিগন্যালে পৌঁছাতেই হাত তুললো পুলিশ অফিসার এ.এস.আই অমল কর্মকার।বয়স অনুমান পঞ্চাশোর্ধ। গাড়ির কাগজপত্র দেখতে চাইলো। প্যান্টের পিছনে হাত দিয়ে দেখি ভুল করে মানিব্যাগটাই আনা হয়নি (যদিও এমন ভুল আরো দু-একবার হয়েছে)…!!গাড়ির কাগজপত্র, ব্লুবুক, লাইসেন্স সবই থাকে মানিব্যাগে। যা বাবা!! এবার কি করি? পকেটে এক টাকাও নেই। অফিসারকে বুঝিয়ে বললাম। বাড়িতে ফোন করে পেপারসের পিকগুলো হোটাটসঅ্যাপে পাঠাতে বললাম। সফট্ কপিগুলো দেখেই পকেটে হাত দিয়ে দুটি দু’শ টাকা ও একটি একশো টাকার নোট বের করে আমার দিকে হাত বাড়িয়ে বললেন, “স্যার ভুল তো হতেই পারে। এই টাকাটা রাখুন। অনেক দুরে যাবেন। পথে কত সমস্যাইতো হতে পারে। আমার নাম অমল কর্মকার। বালি থানাতে কর্মরত আছি। মন চাইলে থানাতে এসে টাকাটা সুযোগ মতো দিয়ে যাবেন। না দিলেও আপত্তি নেই।” আমি অনেক্ষণ তাঁর মুখের দিকে হা তাকিয়ে রইলাম..!! ভাবলাম এ কোন বিপদে পড়তে যাচ্ছি? আমি বললাম, না স্যার দরকার নেই। আমি বাড়ি ফিরে যাচ্ছি। উনি বললেন,” ৫০০ টাকার জন্য অফিস ফাঁকি দিবেন? টাকাটা নিন না স্যার।” লজ্জা আর সংশয়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। একপ্রকার জোর করেই আমার পকেটে ঢুকিয়ে দিলেন টাকাগুলো। দেখতে পারছিনা কিন্তু মনে মনে ভাবছি, কারো কাছ থেকে ঘুষ বাবদ ৫০০ টাকা হয়তো নিয়েছিলো পরে জাল টাকা দেখে মানব সেবার নামে আমার উপর চাপানোর চেষ্টা করছেন। যা হোক, ফেরত দেবার শর্তে নিয়ে নিলাম। বাইক স্টার্ট দেবার সময় বললো, ” স্যার, বাড়ি থেকে বের হবার সময় গাড়ির কাগজপত্র গুলো মনে করে সংগে নিবেন।” ধন্যবাদের শতভাগ জ্ঞাপনপূর্বক দুর্গা, দুর্গা বলে কেটে পরলাম। দুই কিলোমিটার যাবার পর বাইক থামিয়ে দেখলাম টাকাটা জাল কি না। ঠিকই আছে মনে হলো। কনফার্ম হতে পাশের দোকান থেকে দু’শ টাকার একটি নোট ভাঙ্গিয়ে ১ লিটার কোল্ড ড্রিঙ্কস কিনলাম। খেয়ে দেখলাম এটাও ঠিক আছে। বাকি ৩০০ টাকা ভালো করে চেক করে দেখলাম এবং নিশ্চিত হলাম এবারের মতো অন্ততঃ ঠকিনি। ভাবছি আজ রাতের মধ্যেই অমল বাবুর টাকাটা ফেরত দিয়ে আসবো। ওঁনার প্রতি আমার হীনমন্যতার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমার প্রিয় পাঠক আপনার পরামর্শ চাচ্ছি শুধুই কি ৫০০ টাকা ফেরত দেব না কি সাথে আরো কিছু?

N.B: ASI Amal Karmokar, I think you are the great police officer. Salute you more & more. May God bless you.

Previous articleকলকাতায় গাছ চাপা পড়ে মৃত্যু মা -ছেলের
Next article“ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ১ লক্ষ কোটি টাকা”, বললেন মুখ্যমন্ত্রী