‘‘এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। রাজ্যের সর্বনাশ হয়ে গেল’’

বুধবার রাত ৯টা নাগাদ
নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, “দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে৷ বাড়িঘর, বাঁধ সব ভেঙে গিয়েছে৷ ক্ষেত ভেসে গিয়েছে।’’ মুখ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে নবান্নে৷”

বুধবার গোটা দিনই নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুর, ভাঙড় থেকে যা খবর এসেছে তা ভয়াবহ। উত্তর ২৪ পরগনার খবরও খারাপ৷ তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য পেতে ৩-৪দিন লেগে যাবে৷ বলে জানান তিনি।”
