হুগলি জেলায় আমফানের প্রভাবে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। তৎপর রয়েছে হুগলি জেলা প্রশাসন। জেলার বিভিন্ন জায়গায় সকাল থেকেই চলছিল ঝড় বৃষ্টি। তবে বিকাল হতেই প্রভাব ব্যাপক আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন জায়গায় বহু ছোট-বড় গাছ উপরে পড়ার খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নদীর ধারে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হুগলি জেলার সমস্ত জায়গাতেই আমফানের প্রভাবে চলছে ব্যাপক ঝড়-বৃষ্টি।
