আমফানের লেজ বড় ধাক্কা দেবে: মুখ্যমন্ত্রী

প্রবল বেগে স্থলভাগের আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমফানের। নবান্নের কন্ট্রোল রুমে বসে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমফানের চোখ ঢুকে গিয়েছে স্থলভাগে। চব্বিশ পরগনার সাগর অঞ্চলে সেটি অবস্থান করলেও তার লেজ এখনও ঢোকেনি। কিন্তু ওটাই বড় ধাক্কা দিকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দুপুর আড়াইটে নাগাদ মাটিতে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেল ৪ টে নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে উপকূল অঞ্চলে ঝড়ের গতি ছিল ঘণ্টায় দেড়শ কিলোমিটার।

আলিপুর দফতরের তরফে জানানো হয়েছে, আমফানের পরিধি বিশাল। এর একটি চোখ রয়েছে। তার বাইরে রয়েছে আস্তরণ। তারও বাইরে একটা অংশ। প্রথমে মাথার দিক ঢুকেছে। তার পর আই অর্থাৎ চোখ ছুঁয়েছে স্থলভাগ। তার পর লেজ আছড়ে পড়বে মাটিতে। শেষ ভাগের তীব্রতা সবচেয়ে বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleআমফানের প্রভাবে হুগলির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু
Next article“এই দুর্যোগ মাথায় নিয়ে গাছ কাটতে হবে না”, পুরকর্মীদের বললেন মুখ্যমন্ত্রী