ইচ্ছুক দুই দেশই, অগাস্টের শেষে তিনটি টি-২০ ম্যাচ খেলতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা

করোনা ভাইরাসের কোপ পড়েছে ক্রীড়াজগতেও। একের পর এক সিরিজ, ম্যাচ বাতিল হয়েছে। এ বছরের মার্চে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি বিরাট কোহলিরা। ১২ মার্চ ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। একটি বলও হয়নি। এরপর আর কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় যাবতীয় খেলা। তবে অগাস্টের শেষে ফের মুখোমুখি হতে পারে দু’দল। হতে পারে তিনটি টি-২০ ম্যাচ।

বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে খবর, দুই বোর্ডই ফের সিরিজ শুরু করার বিষয়ে আগ্রহী। অগাস্টের শেষে হতে পারে। তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে সিরিজ পিছিয়েও যেতে পারে।

Previous article“আমফানে ব্যাপক ক্ষতি”- স্বীকার করলেন রাজ্যপাল, সরকারের কাছে চাইলেন রিপোর্ট
Next articleবাইপাসের ধারে বিপর্যস্ত হোটেল