আগামী সপ্তাহেই সম্ভবত রেল টিকিট স্টেশন থেকে কাটা যাবে

ধীরে ধীরে বাধা তুলে নিচ্ছে রেল দফতর। আগামী সপ্তাহ থেকে রেলের টিকিট কাউন্টারেই কাটার প্রস্তুতি চলছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই খবর দিয়ে ফের একহাত নেন পশ্চিমবঙ্গ সরকারকে। বলেন, কিছু রাজ্য বিশেষ শ্রমিক স্পেশাল চালানোয় সাহায্য করছে না। শুধু পশ্চিমবঙ্গেই ৪০ লাখ মানুষ ফিরে যেতে চান। অথচ রাজ্য সরকার এখনও মাত্র ২৭টি ট্রেন নিয়েছে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই পীযূষ বলেন, কিছু বিধি-নিষেধ আরোপ করেই এই টিকিট কাটার ব্যবস্থা চালু হবে। এছাড়া আগামী দিনে ধীরে ধীরে ট্রেনের সংখ্যাও বাড়বে। স্টেশনের দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হবে। তবে দোকানে বসে থাকা যাবে না। জিনিস নিয়ে বেরিয়ে যেতে হবে।

Previous articleআমফানের তাণ্ডব: শ্রীরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2
Next articleআমফানে বীরভূমে ক্ষতিগ্রস্ত বোরো ধান-সহ শস্য