একনজরে বাংলার করোনা ও আমফান আপডেট

ক) কোভিড পরিসংখ্যান

➡️ নতুন পজিটিভ কেস – ৯৪ (গতকাল ছিল ১৪২)

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৪২৪২ (ঘূর্ণিঝড় আমপান এর কারণে টেস্টের সংখ্যা কমেছে)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৭৭% (গতকাল ছিল ২.৮০%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১২৮০ (গতকাল ছিল ১২৩৩)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ১৮৭ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)

➡️ কোমরবিডিটি র কারণে মৃত্যু – ৭২

➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৫৭ (ছাড়া পাওয়ার হার ৩৭.৩১%)

*খ) ঘূর্ণিঝড় আমফান*

➡️ ঘূর্ণিঝড় আমপান শুধু বাংলা নয়, সারা দেশের ইতিহাসে এক অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় ছিল

➡️ আগে থেকেই ৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছিল

➡️ এখনও পর্যন্ত ৭৬ জনের মৃত্যু হয়েছে

➡️ যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে

➡️ বিপর্যয় মোকাবিলার জন্য একহাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে

➡️ ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিব সব মন্ত্রীদের নিয়ে বৈঠক করবে

➡️ আগামীকাল আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হবে

➡️ ক্ষয়ক্ষতি নির্ধারণ করে একটি দল সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে

➡️ পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তা পুনঃনির্মাণের কাজ অবিলম্বে শুরু হবে

➡️ ঘূর্ণিঝড় এর পর স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা হবে; তাই স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে

➡️ প্রত্যেক মন্ত্রী এক একটি জেলার দায়িত্ব নেবেন

➡️ যেখানে রেশন দোকানগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেখানে সরাসরি লোকদের ঘরে খাদ্যশস্য সরবরাহ করা হবে

➡️ কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনার ক্ষয়ক্ষতি পরিদর্শনের জন্য পুলিশ ড্রোন ব্যবহার করছে। অন্যান্য জেলাগুলির সমীক্ষা পরে করা হবে

➡️ সকলের সহযোগিতায়, বাংলা এই চ্যালেঞ্জকে জয় করে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে

Previous articleমোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট, মঙ্গলবারের আগে স্বাভাবিক নয়!
Next articleরাস্তা থেকে গাছ সরাতে নিজেই নেমে পড়লেন অভিষেক