রাস্তা থেকে গাছ সরাতে নিজেই নেমে পড়লেন অভিষেক

পরনে ট্রাকশুট, টি শার্ট, স্লিপার আর মাস্ক। ভয়ঙ্কর আমফানের জের বিধ্বস্ত মহানগরের রাস্তায় পড়ে যাওয়া গাছ, টেলিফোনের পোল উড়ে আসা টিনের শেড সরানোর কাজে নেমে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, টিম অভিষেক। দক্ষিণ কলকাতার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে বৃহস্পতিবার তিনি গাছ সরানোর কাজের তদারকি করেন। সেই গাছ আবার যাতে পুরসভা তুলে নিয়ে যায় তার ব্যবস্থা করেন। বিদ্যুৎ আনার জন্য ইলেকট্রিক পোল সারাইয়ের ব্যবস্থাও করেন। মাঝে হালকা বৃষ্টিও পড়তে শুরু করেন। অভিষেক অবশ্য ছাতার আড়াল নয়, রাস্তার মাঝে ছিলেন সকলের সঙ্গে কাজের মধ্যে। অভিষেককে দেখে স্থানীয় মানুষও উৎসাহিত হয়ে এগিয়ে আসেন, হাত লাগান কাজে। কল্লোলিনী কলকাতাকে সচল করতে রাজ্য সরকারের দিনরাত এক করে কাজ করছে, সঙ্গে টিম অভিষেকও।

Previous articleএকনজরে বাংলার করোনা ও আমফান আপডেট
Next articleআমফানে এরাও বাঁচেনি