আমফান সামলাতে সেরা ভূমিকায় মমতাই

আমফান ভয়ঙ্কর।
বাংলার একাধিক জেলায় বিপুল ক্ষতি।
একা কারুর হাতে নয়। প্রকৃতির রোষ।
তবু আমফান মোকাবিলায় যে ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী ও প্রশাসন, তা সব মহলের প্রশংসা পাচ্ছে।
এই ভূমিকা না থাকলে ক্ষতি আরও বহুগুণ বাড়ত।

1) আগাম সতর্কতামূলক প্রচারের ব্যবস্থা ছিল আদর্শ।
2) আবহাওয়া দপ্তর ও সরকারের সমন্বয় ছিল কার্যকরী।
3) উপকূল থেকে বাসিন্দা, মৎস্যজীবীদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে যথাসময়ে।
4) যুদ্ধকালীন প্রস্তুতিতে তৈরি হয়েছে ত্রাণশিবির।
5) সব বিভাগের বিপর্যয় মোকাবিলা ইউনিট সক্রিয় ছিল।
6) মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোলরুমে বসে সব মনিটরিং করেছেন।
7) বিপজ্জনক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে সময়মত।
8) পুরসভা ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের ভূমিকা ছিল আদর্শ।
9) ত্রাণশিবিরে খাদ্য ও ওষুধ সরবরাহ অবিরাম চলছে।

এটা ঠিক যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যে পরিমাণ দুর্যোগ ও ক্ষতি, তাতে সব সামাল দিতে সময় লাগবেই। কিন্তু সরকার শুরু থেকেই যে তৎপরতা দেখিয়েছে, তাতে বহু ক্ষেত্রে বিপদ কমানো গিয়েছে। এতো গাছ আর খুঁটি পড়েছে; ট্রান্সফরমার অচল হয়েছে যে তা স্বাভাবিক করতে লোকবল, অর্থবলও লাগবে প্রচুর।

Previous articleবসিরহাট কলেজ মাঠে নামল চপার, শুরু বৈঠক
Next articleরাজ্য বিজেপি প্রধানমন্ত্রীকে বলল, রাজ্যের হাতে টাকা নয়!