২৬ মে অবধি রাজ্যে স্পেশাল ট্রেন বন্ধ রাখা হল

আপাতত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা বন্ধ রাখল রাজ্য সরকার। ২৬ মে অবধি স্পেশাল ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই অনুরোধ করেছেন। তিনি চিঠিতে জানিয়েছেন আমফান পরবর্তী বিপর্যয় পরিস্থিতি সামাল দেওয়া এবং দ্রুত পুনর্গঠনের কাজ এখন রাজ্যের আশু কর্তব্য। ফলে পরিযায়ীরা ফিরে এলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য জন্য যথাযথ পরিষেবা রাজ্যের পক্ষে দেয়া সম্ভব হবে না। সেই কারণেই ২৬মে অর্থাৎ মঙ্গলবার অবধি স্পেশাল ট্রেন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Previous articleভারতে একদিনে করোনায় আক্রান্ত ৬৬৫৪
Next article৫ জেলার বিদ্যুৎ স্বাভাবিক করতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সাহায্য চাইলেন মমতা