বিপর্যয় মোকাবিলা বাহিনী নামলেও ছন্দে ফিরতে আরও সময় লাগবে কলকাতার

শনিবার থেকে কলকাতার পাঁচটি জায়গা উদ্ধার কাজে নেমেছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এন ডি আর এফ (ইন্ডিয়া)। এক একটা টিমের সঙ্গে রয়েছেন ১৮ জন করে সদস্য। একজন ইন্সপেক্টর, সব ইন্সপেক্টর-সহ মোট ১৮ জনের দল এক একটি জায়গা নেমেছে সুপার সাইক্লোন আমফানে বিধস্ত ক্ষতিগ্রস্ত গাছগুলোকে কেটে ফেলে রাস্তা পরিষ্কার করার কাজে।

এই ধরনের পাঁচটা টিম বিভিন্ন ভাবে ভাগ করে কলকাতা মূল পথ থেকে গাছগুলো সরানো কাজে নেমে পড়েছে। এই কাজে দক্ষ বলে খুব দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ করে ফেলছে তারা। এখনও কলকাতা বিভিন্ন জায়গা এইধরনের বড় বড় গাছ পড়ে রয়েছে। পড়ে রয়েছে বিদ্যুৎ-এর খুঁটি-সহ বিভিন্ন জঞ্জাল। সেই সব সরিয়ে নেওয়ার কাজে তাদের অভিজ্ঞতা নিঃসন্দেহে উদ্ধার কাজকে আরও ত্বরান্বিত করছে বলে মনে করা হচ্ছে। তবে কলকাতায় যেভাবে গাছ ইলেকট্রিক পোল-সহ একাধিক জায়গায় পড়ে রয়েছে সেটা সরাতে ও উদ্ধার কাজ শেষ করতে আরও দু’তিন দিন সময় লাগতে পারে বলে মনে করছে কলকাতা পুরসভা।

Previous articleজল থৈ থৈ কলেজ স্ট্রিটে ভাসছে লক্ষ লক্ষ টাকার বই, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে চুরমার
Next articleপ্রথম করোনা রোগীর সন্ধান মিললো, করোনার গ্রাস এবার সিকিমেও