পাকিস্তান বিমান দুর্ঘটনা থেকে কীভাবে বাঁচলেন এই যাত্রী! শুনুন তার মুখেই

একেই বলে রাখে হরি মারে কে! পাকিস্তান এয়ারলাইন্সের বিমান পিকে ৮৩০৩। ৯১ জন যাত্রীর মধ্যে বিস্ময়কর ভাবে দুজন যাত্রী বেঁচে যান। দ্বিতীয়বার জীবন পাওয়ার পর সেদিনের সেই মৃত্যুমুখ থেকে ফিরে আসা যাত্রী ঘটনা বলছেন নিজের মুখেই! মহম্মদ জুবেরের শুনুন সেই অভিজ্ঞতার কথা…

লাহোর থেকে বিমান ওড়ার পর কোনও অসুবিধা হয়নি। ঘুমিয়ে পড়েছিলাম। নামার ঠিক আগে পাইলট নাকি বলেন দুটি ইঞ্জিন কাজ করছে না। এটিসি জানায় দুটি রানওয়ে ফাঁকা আছে। তারপর আর কোনও যোগাযোগ ছিল না। বিমান ভেঙে পড়তেই ঘুম ভেঙে গেল। চারিদিকে চেঁচামেচি আর আগুনের হল্কা। কিছু বুঝতেই পারছিলাম না। সবাই বাঁচতে সামনের দিকে ছুটছে। বিমানের সামনের দিকে আলো দেখে আমিও ছুটলাম। তারপর দিলাম লাফ। প্রায় দশ ফুট উপর থেকে লাফ দিয়েছিলাম। তারপর জ্ঞান ফিরে দেখলাম হাসপাতালের বেডে।

Previous articleলাদাখ সীমান্তের কাছে চিন সেনা ঘাঁটি!
Next articleএখনই বিমান নয়, মহারাষ্ট্রের পর এবার তামিলনাড়ু