Sunday, December 28, 2025

কোভিড হাসপাতাল হলেও পিপিই-সুরক্ষা নেই! নার্স বিক্ষোভ কেপিসি হসপিটালে

Date:

Share post:

বেসরকারি হলেও অনেকটা জায়গা জুড়ে থাকায় সম্প্রতি যাদবপুরের কেপিসি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোভিড হাসপাতালের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামের ব্যবস্থা করবে সরকার। চিকিৎসক-নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী কিংবা সাফিকর্মীদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল।

কিন্তু হাসপাতালের নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পিপিই কিট দেওয়া হচ্ছে না। এই অভিযোগে গতকাল, সোমবার থেকে কেপিসি হাসপাতালের প্রায় ২৫০জন নার্স ও ২০০ জনের বেশি হাউসস্টাফ ওই হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করছেন। যদিও হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা পরিষেবায় কোনওরকম ব্যাঘাত না ঘটিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

একেই কোভিড হাসপাতাল, তার উপর চিকিৎসার মতো জরুরি পরিষেবার কাজে যুক্ত নার্সরা যদি বিক্ষোভ দেখান, সেক্ষেত্রে পঙ্গু হয়ে যাবে হাসপাতাল। তাই তড়িঘড়ি বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ সবরকমের সুরক্ষার ব্যবস্থা করার আশ্বাস দেন বলে জানা গিয়েছে। কর্মীদের ডিউটির পর হাসপাতালে থাকার ব্যবস্থাও করা হয়েছে। যদিও কর্তৃপক্ষের প্রতিশ্রুতির পরও নার্সদের একাংশ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না প্রতিশ্রুতি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে নার্সদের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বিরাট বড় কেপিসি হাসপাতালের শুধুমাত্র ১ নম্বর ব্লকে ২০০ শয্যার করোনা চিকিৎসা কেন্দ্র করা হয়েছে। কেপিসি হাসপাতালের সিইও জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “নার্স ও হাউসস্টাফরা করোনা রোগীদের নিয়ে কাজ করতে চাইছেন না। সরকার কিট দিয়েছে। দু-মাস ধরে তাঁদের হাসপাতালে থাকার ব্যবস্থা করেছি। তার পরও বেশ কিছু নার্স কাজে যোগ দেননি। বিষয়টির দিকে আমরা নজর রাখছি। কোনওভাবেই চিকিৎসা পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সে ব্যবস্থাই আমরা করছি।”

spot_img

Related articles

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী...

টলিউডে স্ক্রিনিং কমিটির বিরুদ্ধে অভিনেতা দেব, একজোট বাকি প্রযোজকরা 

কখনও ক্ষমতার আস্ফালনে বেশি শো পাওয়া কখনও আবার ফ্যান ক্লাবের নামে বাকি অভিনেতা-প্রযোজকদের কদর্য আক্রমণ - সব কটা...