Sunday, December 28, 2025

লকডাউনে পুরো বেতন নিয়ে সংস্থার আবেদন, সাতদিনের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউন চলাকালীন কর্মীদের পুরো বেতন দেওয়া থেকে অব্যাহতি চেয়ে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । এ প্রসঙ্গে এক সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত । মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সরকারকে এই বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ, সরকারের ঘোষিত লকডাউনের প্রভাব পড়েছে বহু মানুষের ওপর। বেশ কিছু সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকার কারণে তারা কর্মীদের পুরো বেতন দিতে পারবে না । রাতারাতি বহু শ্রমিক বেকার হয়ে পড়ে। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার সময় সংস্থাগুলির উদ্দেশ্যে এই কঠিন সময়ে কর্মীদের চাকরি সুরক্ষিত রাখার বিষয় নিয়ে আর্জি জানিয়েছিলেন ।মার্চ মাসেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশ জারি করা হয়েছিল । স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নির্দেশে জানিয়েছিলেন, কর্মীদের চাকরির সুরক্ষা ও তাঁদের পুরো বেতন দেওয়া বাধ্যতামূলক। যদিও এই নির্দেশের পর মাথায় হাত পড়ে যায় সংস্থাগুলির। তাদের যুক্তি ছিল, লকডাউনের সময় তাদের ব্যবসা ধাক্কা খেয়েছে এবং এখন তাদের হাতে কর্মীদের পুরো বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

মে মাসের শেষের দিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের সময় নতুন নির্দেশিকা নিয়ে আসে সরকার। সেখানে বলা হয়, ‘‌দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ১০ (২) (আই) এর অধীনে জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক জারি করা সমস্ত আদেশ ১৮মে থেকে কার্যকর হওয়া স্থগিত রাখা হবে।’‌
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেন, ‘‌সরকার ১৭ মে একটি নতুন বিজ্ঞপ্তি পাস করেছে, যা ২৯ শে মার্চের এমএইচএ বিজ্ঞপ্তিকে অতিক্রম করেছে, যা এই মামলাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।’‌
সুপ্রিম কোর্ট এদিন কর্মীদের পুরো বেতন দেওয়ার বিষয়ে সরকারকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।

spot_img

Related articles

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...