Thursday, August 28, 2025

মমতা-অভিষেক জুটি, বিপর্যয় মোকাবিলায় রাজ্য জুড়ে ছুটছে শক্তিশালী সংগঠন

Date:

Share post:

আমফান বিপর্যয় মোকাবিলায় ঘরে-বাইরে যুদ্ধকালীন তৎপরতা। সরকারি সমস্ত এজেন্সিকে যুদ্ধে নামিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে শুধু সরকারি-বেসরকারি এজেন্সি নয়, গণসংগঠন এমনকী স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও একইভাবে এই দুর্যোগ মোকাবিলায় পথে নেমেছে। বিরাট এই কর্মযজ্ঞ চলছে মমতা-অভিষেকের জুটির উদ্যোগে।

বর্তমান পরিস্থিতিতে দুর্যোগে আক্রান্ত এলাকায় গিয়ে সবক্ষেত্রে বৈঠক করা সম্ভব নয়। তাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে সকলের সঙ্গে বৈঠক করছেন, দ্রুত নির্দেশ দিচ্ছেন, নির্দেশ পাঠাচ্ছেন। তাদের সঙ্গে আবার সরকারি কর্তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছেন। ফলে একদিকে দুর্যোগের পর পুনর্গঠনের কাজ যেমন দ্রুত করার নির্দেশ দেওয়া যাচ্ছে, তেমনি মানুষকে রিলিফ দেওয়ার প্রাথমিক জিনিসপত্রও পাঠানো হচ্ছে। মেদিনীপুর থেকে উত্তরদিনাজপুর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করছেন। নমঃশূদ্র পরিষদ হোক, কিংবা আশা কর্মী, আইসিডিএস বা আদিবাসী সংগঠন, সকলকে নিয়েই একযোগে চলছে কাজ। কো-অর্ডিনেশন তৈরির কাজ করছে টিম অভিষেক। আর সেখানে নির্দেশ দিয়ে সঠিক দিশা দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে “দিদিকে বলো” মাধ্যম দারুণ কাজ করছে। অজস্র ফোন, অভিযোগ, সাহায্যের আবেদন। সেই অসুবিধাগুলি স্ক্যান করে ফেলা হচ্ছে মুখ্যমন্ত্রীর টেবিলে। কাজ হচ্ছে দ্রুত। মুখ্যমন্ত্রী বোঝাচ্ছেন কোন প্রকল্পে কত টাকা দেওয়া হচ্ছে। যেমন আমফানে যাদের বাড়ি ভেঙেছে তাদের প্রত্যেককে টাকা দিচ্ছে সরকার। একইভাবে চাষের ক্ষেত্রে সরকারি সাহায্য এমনকী রেশন ব্যবস্থা নিয়েও অনুসন্ধান, হাতে-হাতে মানুষ পাচ্ছেন কিনা দেখে নেওয়া হচ্ছে। না পেলে বাড়িতে গিয়ে দিয়ে আসা। নির্দেশ, পালন এবং ফলো আপ চলছে একেবারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ে কাজ শেষ করার ব্যস্ততা।

দুর্যোগ মোকাবিলায় রাজ্যের জেলা জুড়ে তৃণমূলের নয়া কর্মপদ্ধতি ও কর্মকুশলতা মানুষকে একদিকে নিশ্চয়তা দিচ্ছে, পাশাপাশি মমতা-অভিষেক জুটি উদাহরণ তৈরি করছেন দুর্যোগ মোকাবিলার ট্রেন্ড সেট করে।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...