বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিশ ধরালো পুলিশ! কিন্তু কেন?

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিশ দিল গিরিশ পার্ক থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভুয়ো ছবি পোস্ট করার জন্য অনুপম হাজরাকে এই নোটিশ বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে অনুপম হাজরা বলেন, “কী কারণে ডাকা হয়েছে জানি না। তবে করোনার সময় শাসকদলের একাধিক কু-কীর্তি প্রকাশ্যে আনা এবং রেশনের চাল চুরি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার জন্যই হয়তো ডাকা হয়েছে।”

এর আগে অনুপম হাজরা ফেসবুক লাইভে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করে ছিলেন। সে সময় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়। এখানেই শেষ নয়। ফেসবুকে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ভিডিও পোস্ট করে ঘটনাটি খিদিরপুরের বলেই দাবি করে ছিলেন অনুপম। কিন্তু ভিডিওটির সত্যতা তদন্ত করে দেখা যায় সেটা আদপে খিদিরপুরের নয়, মুম্বইয়ের ভিডিও। তখনই গুজব ছড়ানোর অবিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।

Previous articleরাস্তায় পড়ে স্বাস্থ্যকর্মী, ভর্তি নিল না মেডিক্যাল কলেজ
Next articleসাধনকে নিয়ে বিস্ফোরক পরেশ : দল বহিষ্কার করলেই গঙ্গায় ডুব দেব