নেহেরু ও গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্মও এবার খবরের শিরোনামে

ইন্দিরা গান্ধীর কনিষ্ঠপুত্র সঞ্জয় গান্ধী এবং মানেকার সন্তান বরুণ গান্ধীর কন্যা অনসূয়া গান্ধী স্কুলে প্রাথমিক পর্ব পেরিয়ে উচ্চপ্রাথমিক ধাপে ঢুকলো। আর মেয়ের এই সাফল্যের ছবি টুইট করে উদযাপনও করলেন বাবা বরুণ গান্ধী৷

বিজেপি নেতা বরুণ গান্ধীর মেয়ে ৫ বছরের অনসূয়া প্রথম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ করে দ্বিতীয় শ্রেণিতে পা রেখেছে৷৷ স্কুলের সর্বকনিষ্ঠ ছাত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে অনসূয়া। ২০১৪ সালের আগস্ট মাসে জন্ম হয় বরুণ আর যামিনীর কন্যা অনসুয়ার। মেয়ের ছবি টুইটারে পোস্ট করে বিজেপি সাংসদ বরুণ গান্ধী লিখেছেন , “আমার মেয়ে প্রথম শ্রেণি পেরিয়ে দ্বিতীয় শ্রেণিতে পা রাখল। ক্লাসের সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসেবে এই সাফল্য পেয়েছে।” টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে বাড়িতেই ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে বরুণ-কন্যা। পরনে নীল ফ্রক আর মাথায় গ্র্যাজুয়েট টুপি। তাতে আবার নামের আদ্যক্ষর এজি লেখা।
বৃহস্পতিবার সকাল থেকে এই ছবি টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ১৬ হাজার লাইক পেয়েছে।
নেহেরু-গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম অনসূয়া গান্ধী। সঞ্জয় গান্ধী এবং মানেকা গান্ধীর সন্তান বরুণ গান্ধীর কন্যা অনসূয়া ছাড়াও পঞ্চম প্রজন্মে আছে প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তান৷

Previous articleএকদিনে কলকাতায় আক্রান্ত ৫৭, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে সর্বাধিক
Next articleঘরে ফেরার ভাড়া পরিযায়ী শ্রমিকদের থেকে নিতে পারবে না কেন্দ্র, নির্দেশ সুপ্রিম কোর্টের