পরিযায়ী শ্রমিকদের খাবার পাঠাচ্ছেন সেহবাগ, জানালেন সোশ্যাল মিডিয়ায়

বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা। কেউ পৌঁছচ্ছেন গন্তব্যে। কারোর যাত্রা শেষ হচ্ছে মাঝপথে। লকডাউনে জেরে এদেশের পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দেখে এগিয়ে এলেন বীরেন্দ্র সেহবাগ। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করে খাবার দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার।

পরিযায়ী শ্রমিক সহ নিম্নবিত্তদের এই দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেহবাগ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য রান্না করে খাবার পাঠাচ্ছেন। এই কাজে সাহায্য করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। প্যাক করা খাবার সংস্থার কর্মীরাই পৌঁছে দিচ্ছেন পরিযায়ী শ্রমিক, নিম্নবিত্তদের কাছে। সেহবাগ লিখেছেন, “পরিচয় শ্রমিকদের জন্য খাবার তৈরি করার তৃপ্তি সত্যিই অন্যরকম। এই খাবার তাঁদের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আপনারাও এগিয়ে আসুন।” তাঁর এই উদ্যোগে খুশি হরভজন সিং। তিনি লিখেছেন, “দারুণ কাজ করছ। খুবই ভাল উদ্যোগ।”

 

Previous articleভারত-চিনের লাদাখ সীমান্তে ঠিক কী ঘটছে তা দেশকে জানাক কেন্দ্র: রাহুল গান্ধী
Next articleরবীন্দ্র সরোবরে সবুজায়ন ফিরিয়ে দিতে মরিয়া ফিরহাদ